মোবাইলের গেমিং পারফর্মেন্স বুস্ট করার সহজ উপায়


গেমিং পারফর্মেন্স বুস্ট

মোবাইলের গেমিং পারফর্মেন্স বুস্ট করার সহজ উপায়

এখন থেকে আপনি চাইলে মাত্র কয়েক ক্লিকে মাধ্যমে আপনার মোবাইলে গেমিং পারফরম্যান্স বুস্ট করতে পারবেন। সাথে আগে অবস্থার ছবি থাকবে কচ্ছপের আর পরের অবস্থার ছবি থাকবে খরগোশের! না এমনটা আমি আপনাদের সাথে করবো না।  কেননা বিভ্রান্তিকর তথ্য দিয়ে আপনাদেরকে হয়রানি করা আমাদের কাজ নয় আর কয়েক বছর আগে গেমিং পিসি বলতে আমরা পিসি গেমিং কে চিনে থাকতাম। 

তবে প্রযুক্তির প্রতিনিয়ত উন্নতির কারণে এখন আমাদের কাছে অনেক সহজলভ্য মোবাইল ডিভাইস পাওয়া যায় বিধায় এখন বলা চলে যে বাংলাদেশে পিসি / কনসোল গেমারের থেকে মোবাইল গেমার বেশ বেশি। আর আজকের পোষ্টটি করছি কিভাবে আপনি আপনার মোবাইল ডিভাইস থেকে সবোর্চ্চ স্পিডটুকু গেমিংয়ের সময় আদায় করে নিতে পারবেন। 

স্পিড পোস্ট বলতে সাধারণত সময়ের পরিবর্তনের সাথে সাথে আপনার ব্যবহৃত ডিভাইসের পারফরম্যান্স বাড়িয়ে নেওয়া বুঝায়। ফলে আপনি যখন নতুন ডিভাইস কেনার সময় যে স্পিড পেয়েছিলেন স্পিড পোস্ট করার ফলে আপনি ঠিক একই পারফরম্যান্স আপনার ডিভাইসটিতে পেয়ে যাবেন।

চলুন আজ আমরা আপনাদেরকে জানাবো আপনাদের মোবাইল গেমিং পারফরম্যান্স বুস্ট করার সহজ উপায়

অপারেটিং সিস্টেম আপডেট করুন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মত আপনি আপনার মোবাইলের এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম নির্দিষ্ট সময় পরপর আপডেট করবেন যাতে করে আপনার হার্টের সম্পূর্ণ পারফরম্যান্স করতে পারে। কেননা অপারেটিং সিস্টেমগুলো নির্দিষ্ট সময় পরপর আপডেট না করলে হাজারে সম্পূর্ণ পারফরম্যান্স থেকে বঞ্চিত থাকবেন আপনি। এছাড়াও প্রতি মাসে যে অ্যান্ড্রয়েড সিকুরিটি প্যাচ আপডেট দিচ্ছেন সেখানে লক্ষ্য করলে দেখবেন যে প্যাচ ছাড়াও বিভিন্ন ফিক্স থেকে থাকে যা আপনার ডিভাইসের জন্য বেশ জরুরী।

ব্যাকগ্রাউন্ড সার্ভিস বন্ধ করুন আপনি আপনার মোবাইলের গেমিং পারফরম্যান্স বুস্ট করার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ড সার্ভিস গুলো বন্ধ করে দিন। যেমন আমরা যখন কম্পিউটারে বিভিন্ন টাস্ক ম্যানেজার চালু করার পর প্রোগ্রাম বাস সার্ভিস অ্যাক্টিভ দেখতে পায়। তেমনি অ্যান্ড্রয়েডে একসাথে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম ও সার্ভিস চালু থাকে যেগুলো ram জায়গা দখল করে রাখে। উদাহরণস্বরূপ আপনার ডিভাইসের র‌্যাম যদি ৪ গিগাবাইটের উপরে হয়ে থাকে তাহলে এই ধাপটি স্কিপ করে যান। কিন্তু ৪ গিগাবাইট বা এর নিচের র‌্যামের ডিভাইসে ব্যাকগ্রাউন্ড সার্ভিস বন্ধ করে দিলে গেমিংয়ের সময় বেশ ভালোই পার্থক্য বুঝতে পারবেন।

ডিভাইসে ক্লিনিং অ্যাপ ব্যবহার করুন ফেসবুক, মেসেঞ্জার, whatsapp, Telegram এই টাইপের অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড সার্ভিস সবসময়ই চলতে থাকে এগুলোর অ্যাপ চালু না করা থাকলেও, তাই তো আপনি হঠাৎ করে অ্যাপগুলোর নোটিফিকেশন পেয়ে যান সেগুলোকে চালু না রাখলেও। এই সার্ভিসগুলো বন্ধ করতে প্লেস্টোর থেকে যেকোনো ক্লিনিং অ্যাপ ডাউনলোড করে নিলেই হবে। শাওমির ডিভাইসে আলাদা করে অ্যাপ ইন্সটলের দরকার নেই কারণ সেখানে আগে থেকেই নিজস্ব ক্লিনিং সার্ভিস দেওয়া থাকে।

অ্যান্ড্রয়েড লাইট অ্যাপ

লাইট ভার্সন ব্যবহার করার চেষ্টা করুন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে লাইট ভার্সন ব্যবহার করার ফলে আপনার মোবাইল RAM এর উপর প্রেসার কম পড়বে যা আপনার গেমিং এর ক্ষেত্রে স্পিড বৃদ্ধি করতে সহায়তা করবে।এই ধাপটিও যাদের ৪ গিগাবাইট বা নিচের র‌্যামের ডিভাইস ব্যবহার করেন তাদের জন্য। আমি নিজে আমার শাওমি A2 Lite ডিভাইসে (4GB Ram) লাইট অ্যাপ ইউজ করে থাকি। কারণ আমি ছোট থেকেই ফেসবুক আর লাইট ব্যবহার করে আসছি তাই লাইট অ্যাপটি সাথে আমার বনে গিয়েছে। এখন ফেসবুকের নরমাল ভার্সনে যখন আমি ব্যবহার করি তখন তো আমার কাছে বিরক্ত লাগে। কেননা যে কোন সফটওয়্যার লাইট ভার্সন ব্যবহার করলে যেমন এগুলো জায়গা কম খায় তেমনি এগুলো ব্যবহার ছন্দের মনে হয় আমার কাছে। তেমনটি র‌্যামও কম ব্যবহার করে থাকে।

GL Tool ব্যবহার (রুট)  এই পদ্ধতিটা মূলত যারা রুট ইউজার রয়েছেন তাদের জন্য। পুরো অ্যান্ড্রয়েডের জন্য একটি টুল সেট করে আপনি চাইলে আপনার মোবাইলের সকল গেমের সাথে আপনার ডিভাইসটি খাপ খাইয়ে নিতে পারবেন। এজন্য অবশ্যই আপনার ডিভাইস প্রথমে রুট করে নিতে হবে। প্রথমে GL Tool টি ডাউনলোড করে নিন। PCB রুলসে না থাকায় সরাসরি ডাউনলোড লিংক দিতে পারলাম না কারণ এই টুলটি প্লেস্টোরে নেই। ইন্সটল করার পর রুট একসেস চাইলে টুলটিকে একসেস দিন। পরের ধাপে টেক্সচার প্লাগইনে সিলেক্ট করুন TEX(DE) Coder অ্যাপটি রিবুট হবে। এবার আপনার সিস্টেমের সকল অ্যাপসগুলোকে আপনি লিস্ট হিসেবে অ্যাপটিতে দেখতে পারবেন। এবার অ্যাপ লিস্ট থেকে পছন্দমতো যেকোনো গেমকে সিলেক্ট করুন। এবার দেখবেন যে পিসি গেমের সেটিংস এর মতো অনেকগুলো অপশন চলে এসেছে যা স্বাভাবিকভাবে গেমে পাবেন না। পছন্দমতো সেটিংস দিয়ে এবার গেমটি লঞ্চ করুন আর পরিবর্তন দেখে নিন!

নোটিফিকেশনকে ছুটি দিন  ধরুন আপনি যেকোন অনলাইন মোবাইল প্লাটফর্ম গেম যেমন ফ্রী ফায়ার বা অথবা পাবজি জাতীয় গেম খেলছেন। হঠাৎ করে আপনার মোবাইলে একটি নোটিফিকেশন চলে আসলো। লাস্ট ১০ লিস্টে এসে তুমুল উত্তেজনা মুহূর্তে ঠিক এরকম মেসেজ অথবা ডাইরেক্ট কল চলে আসলে মেজাজটা কেমন লাগে আশা করি বুঝতে পেরেছেন।

তাই মোবাইলে মাল্টিপ্লেয়ার জাতীয় সকল গেম খেলার ক্ষেত্রে আপনি অবশ্যই নোটিফিকেশন গুলো কে বন্ধ করে দিন।  যাতে করে গেম খেলার সময় আপনার ডিভাইসে এ জাতীয় কোনো নোটিফিকেশন এসে আপনাকে বিরক্ত করতে না পারে। 

তাহলে আপনার গেমিং এক্সপেরিয়েন্স বেশ ভালো হবে। তবে বর্তমানের অনেক ডিভাইসে আগে থেকেই Game Mode বা এই জাতীয় নামে আলাদা করে গেমিং প্রোফাইল দেওয়া থাকে যেখানে শুধুমাত্র কল ব্যাতিত সকল নোটিফিকেশনগুলোকে ঘুমিয়ে রাখা হয়।

গেমিং কন্ট্রোলার

 কন্ট্রোলার ব্যবহার করুন  মোবাইলের গেমিং পারফরম্যান্স বুস্ট করার সবচেয়ে সহজ একটি উপায় হলো কন্ট্রোলার ব্যবহার করা। মোবাইলের টানস্ক্রিণ আপনাকে মাউস আর কিবোর্ডের মতো কনট্রোলের স্বাদ এনে দিতে পারে না।

তাই বলে যে আপনি গেমের মজার কন্ট্রোলের এর হাত থেকে বঞ্চিত হবেন তা তো হতে পারে না। বর্তমানে বাজারে যেসব স্মার্টফোন পাওয়া যায় সেগুলোর অধিকাংশই ফোনে ওটিজি সাপোর্ট পাওয়া যায় গেমিং ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়া আপনি চাইলে বাজার থেকে বিভিন্ন ধরনের ওটিজি সাপোর্ট মাউস কিবোর্ড কিনতে পারেন। OTG কিবোর্ড কিনে ডিভাইসে লাগালেন এবং Bluetooth মাউস কিনে এনে কানেক্ট করলেন! ব্যাস হয়ে গেল! তবে সাবধান বিভিন্ন অনলাইন গেম যেমন পাবজিতে আলাদাভাবে মাউস কিবোর্ড লাগানো নিষেধ।

Bluetooth হেডফোন ব্যবহার করুন ফ্রী ফায়ার বা পাবজি ইনটেন্স গেম খেলার অন্যতম অপরিহার্য উপাদান হচ্ছে হেডফোন। হেডফোন এর মাধ্যমে গেম খেলা এবং লাউড স্পিকারের মাধ্যমে গেম খেলার মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে কেননা এই ফোনের মাধ্যমে গেম খেলে যেমন ঝামেলা রয়েছে ঠিক তেমনি হেডফোন জ্যাকের স্থানে হাতের চাপ লেগে থাকে যা পোর্টের জন্য ক্ষতিকর। তাই এই সকল ঝামেলা এড়াতে Bluetooth হেডফোন ব্যবহার করতে পারেন।

Native বুস্টার ব্যবহার করুন  মোবাইল গেমিং পারফরম্যান্স বুস্ট করার একটি সহজ উপায় হলো Native বুস্টার ব্যবহার করুন। ফ্রি ফায়ার , পাবজি,  Asphalt 9 ইত্যাদি হেভি গেমের জন্য আলাদা করে গ্রাফিক্স টুইকার রয়েছে।

সে ক্ষেত্রে আপনি চাইলে এসব সফটওয়্যার বা সেটিং ব্যবহার করে আপনি আপনার গেমগুলোর এডভান্স সেটিং মডিফাই করে নিতে পারবেন। যেমন পাবজিতে সেটিংয়ে আপনি রেজুলেশন পরিবর্তন করতে পারবেন না কিন্তু BAGT বা অনান্য মডিফাই টুলের সাহায্যে এই রেজুলেশন ছাড়াও আরো বেশ কিছু টুইকস করতে পারবেন।

এগুলোই ছিল আমার দেখা বেস্ট গেমিং মোবাইল পারফরম্যান্স বুস্ট করার সহজ এবং জনপ্রিয় উপায়। পোস্টটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি চাইলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।

আমার বন্ধুদের মাঝে শেয়ার করব

2023 bangladeshgamer.com