Gamdias Aurgus E1 deep বাজেট গেমিং কেসিং রিভিউ করব। মজার বিষয় হলো এই কেসিং টি সম্পূর্ণ আরজিবি সাপোর্ট করে ও সাথে রেমবো আরজিবি স্তৃপ লাইট আছে। যা দেখতে অনেক সুন্দর। বাজেট গেমিং কেসিং টি বর্তমান বাংলাদেশ বাজার মূল্য হলো 3,200 টাকা। এই কেসিং টির খারাপ ও ভালো দিক আপনাদের সামনে তুলে ধরবো।
নিচে আমাদের এক বড় ভাই আপনার জন্য Gamdias Aurgus E1 deep বাংলা রিভিউ ভিডিও তৈরি করেছে। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার মাধ্যমে আপনি গেমিং কেসিং সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। তাহলে এখনি নিচে দেওয়া ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন।
এখন অনেকে বলতে পারেন কোন বাজেটের গেমিং পিসি তৈরি করার ক্ষেত্রে এই Gamdias ARGUS E1 Mid Tower Case বাজেট গেমিং কেসিং ব্যবহার করা প্রয়োজন। আমি মনে করি 30 হাজার টাকা থেকে শুরু করে 45 হাজার টাকা পর্যন্ত গেমিং পিসি তৈরি করার ক্ষেত্রে এই গেমিং কেসিং ব্যবহার করা প্রয়োজন। আপনি চাইলে আপনার মনের মতন যেকোনো বাজেটে গেমিং পিসি তৈরি করার ক্ষেত্রে এই বাজেট গেমিং কেসিং ব্যবহার করতে পারেন।
বাজেট গেমিং কেসিং টি বর্তমান বাংলাদেশ বাজার মূল্য হলো 3,200 টাকা
টেকনিক্যাল বিবরণ
গেমিং পিসি তৈরি করার নিয়ম
আমার নাম Sarker Tahsin । বর্তমানে আমি প্রফেশনালি ডিজিটাল মার্কেটিং এর কাজ করি। আমি Bangladesh Gamer ওয়েবসাইটের মাধ্যমে আমার গেম খেলার অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করি। পাশাপাশি নতুন গেমিং মোবাইল ও নতুন গেমিং ল্যাপটপ অথবা গেমিং পিসি বিল্ড সম্পর্কে আমার ভালো ধারনা আছে। আমার ধারণা আমি আপনাদের মাঝে শেয়ার করি।