আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব 15 হাজার টাকার গেমিং পিসি তৈরি করার নিয়ম। বাজেট গেমারদের কথা মাথা রেখে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বাজেটের মধ্যে সবথেকে সেরা 15 হাজার টাকার গেমিং পিসি। এ গেমিং পিসিতে মোটামুটি সব ধরনের গেম মিউজিয়াম সেটিং-এ খেলতে পারবেন মোটামুটি সব ধরনের গেম। শুধু গেমিং না একটা কম্পিউটার বাকি যত কাজ আছে সবগুলো কাজ করতে পারবেন এই কম্পিউটারের সাহায্যে কোন প্রকার সমস্যা ছাড়াই। বিস্তারিত আলোচনা নিচে দেওয়া আছে।
এখন অনেকে বলতে পারেন 15 হাজার টাকার গেমিং পিসিতে আসলে কি ধরনের গেমিং করা যাবে অথবা কি ধরনের কাজ করা যাবে। এই কম্পিউটার সাহায্যে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ থেকে শুরু করে যত রকমের অফিসের কাজ আছে সবগুলো কাজ করতে পারবেন কোন প্রকার সমস্যা ছাড়া। পাশাপাশি ওয়েব ডেভেলপ কাজ ও অ্যাপস ডেভলপিং এর কাজগুলো করতে পারবেন। এই 15 হাজার টাকার গেমিং পিসিতে শুধু অফিসের পাশাপাশি আপনি মোটামুটি মানের গেমিং করতে পারবেন। বরাবরের মতো অনেক কথা হয়ে গেল তাহলে চলুন এবার গেমিং পিসি তৈরি করি।
এখন অনেকে বলতে পারেন এই 15 হাজার টাকার গেমিং পিসি আসলে কাদের জন্য তৈরি করা হয়েছে। 15 হাজার টাকা বাজেটে ভালো গেমিং পাশাপাশি কম্পিউটারের যত যাবতীয় কাজ আছে সবগুলো কাজের কথা মাথা রেখেই এই গেমিং কম্পিউটার তৈরি করা। এই কম্পিউটার আপনার লোকাল যেকোনো কম্পিউটার দোকান থেকে তৈরি করে নিতে পারেন। এই গেমিং কম্পিউটার তৈরি করতে আপনার যদি কোন প্রকার সমস্যা হয় তাহলে কমেন্ট এর মাধ্যমে আমাকে জানাবেন আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার যথেষ্ট পরিমাণে চেষ্টা করব।
এই 15 হাজার টাকার গেমিং পিসি তৈরি করতে আমি যে কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি এই কম্পোনেন্টগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়ার জন্য নিচের ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। নিচে দেওয়া ভিডিওটিতে দেখানো হয়েছে আপনি কিভাবে গেমিং কম্পিউটার তৈরি করবেন ও কোম্পানিগুলো সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেওয়া হয়েছে।
মাত্র ১৫০০০ হাজার টাকা দিয়েও যে একটি ও জট প্রোডাক্ট ছাড়াই যে একটি ভালো পিছি বিল্ড করা সম্ভব এই ভিডিও তে সেটা দেখানোর চেষ্টা করেছি
এই গেমিং কম্পিউটারে তৈরি করতে যে কম্পোনেন্টগুলো আমি ব্যবহার করেছি এই কম্পোনেন্টগুলো আমি চেষ্টা করছি সবথেকে ভালো মানের কম্পোনেন্ট ব্যবহার করতেন। আরেকটা কথা বলে রাখা ভালো যে এই গেমিং কম্পিউটার তৈরি করতে আমি যে কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি এই কম্পোনেন্ট গুলো অনেক পুরাতন জেনারেশনের কম্পোনেন্ট। পুরাতন জেনারেশনের কম্পোনেন্ট হলেও এই কম্পোনেন্ট গুলো অনেক ভালো। এই গেমিং কম্পিউটারে ব্যবহার করা কম্পোনেন্টগুলো বিস্তারিত বিবরণ নিচে দেওয়া আছে।
আরেকবার দেখে নেয়া যাক কোন কোম্পানির গুলো কি ধরনের দাম :-
Processor | intel core i3-4130 4th Gen | 3500 টাকা |
Motherboard | ASUS H81M-K | 4500 টাকা |
RAM | Geil 4GB DDR-3 1600 | 1800 টাকা |
Storage | Transcend 128GB SSD | 2800 টাকা |
চ্যাসিস/কেসিং | Valu-Top VT-132 Free Power Supply | 2000 টাকা |
CPU FAN | Transcend 128GB SSD | 500 টাকা |
এ 15 হাজার টাকার গেমিং পিসি তৈরি করতে সর্বমোট আমাদের খরচ পড়েছে 14850 টাকা অথবা 15100 টাকা। আপনি যদি ভাল দামাদামি করতে পারেন তাহলে 14500 টাকার মধ্যে গেমিং কম্পিউটার তৈরি করতে পারবেন। আরেকটা কথা বলে রাখা ভালো দাম কিন্তু সবসময় একরকম থাকে না। তারপরও আমি যে কম্পোনেন্টগুলো দাম আমি যেই দাম বলেছি এই দামের বেশি হওয়ার কথা না।
PUBG গেম: তাহলে প্রথমে শুরু করি এই PUBG গেমটিতে। এই কম্পিউটারে PUBG মোবাইল ও খেলতে পারব । PUBG মোবাইল খেলতে পারে ফুল এইচ ডি সেটিং। PUBG আমি প্রায় দুই দিনের বেশি গেমটি খেলে দেখছি গেমটি সুন্দর ভাবে চলে কোন সমস্যা ছাড়া। দুই থেকে তিন ঘণ্টা খেলা পরে আমি হালকা হালকা লেগে দেখা পাই সি।
গ্রাফিক ডিজাইন কাজ: বাংলাদেশি গ্রাফিক ডিজাইন এর কথা চিন্তা করে। আমরা এই কম্পিউটারে সকল প্রকার গ্রাফিক্সের সফটওয়্যার ব্যবহার করে দেখেছি। সফটওয়্যার গুলো কোন সমস্যা ছাড়াই চলছে। এই কম্পিউটারের সাহায্যে আপনি সকল প্রকার গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন কোন সমস্যা ছাড়াই
আশা করি গেমিং পিসি বিল্ডের রেকমেন্ডেশন আপনাদের কাছে ভাল লেগেছে। আর 15 হাজার টাকার বিল্ড নিয়ে আপনার কোন কনফিউশন কিছুটা হলেও দূর হয়েছে। তারপরও আপনার যদি কোন প্রকার সমস্যা অথবা কোন প্রকার প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে।
আমার নাম Sarker Tahsin । বর্তমানে আমি প্রফেশনালি ডিজিটাল মার্কেটিং এর কাজ করি। আমি Bangladesh Gamer ওয়েবসাইটের মাধ্যমে আমার গেম খেলার অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করি। পাশাপাশি নতুন গেমিং মোবাইল ও নতুন গেমিং ল্যাপটপ অথবা গেমিং পিসি বিল্ড সম্পর্কে আমার ভালো ধারনা আছে। আমার ধারণা আমি আপনাদের মাঝে শেয়ার করি।