আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব 20 হাজার টাকার মধ্যে সবথেকে ভালো ৩টি গেমিং মোবাইল। বর্তমানে বাংলাদেশের বাজারে 20 হাজার টাকার বাজেটে অনেকগুলো ভালো গেমিং মোবাইল পাওয়া যায়। কিন্তু কোন মোবাইলটি আমার জন্য ভালো হবে বেশিরভাগ মানুষ জানে না। এই কারণে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সেরা ৩টি 20 হাজার টাকার গেমিং মোবাইল রিভিউ। আশা করি আজকে যেই ৩টি গেমিং মোবাইল শেয়ার করবো এই ৩টি গেমিং মোবাইল এর মধ্যে আপনার পছন্দের গেমিং মোবাইল টি আপনি বেছে নিতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক।
বর্তমানে বাংলাদেশে গেমারদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এই কারণে বাংলাদেশের বাজারে 20 হাজার টাকার বাজেটের গেমিং মোবাইল গুলোর চাহিদা দিন দিন অনেক বেশি বেড়ে যাচ্ছে। কারণ এই বাজেটে আশেপাশে সবথেকে বেশি মোবাইল বিক্রি হয়। 20 হাজার টাকার গেমিং মোবাইলগুলোর সাহায্যে আপনি খুব সহজেই বর্তমান সময়ে সবগুলো গেম মিডিয়াম টু হাইড গ্রাফিক্স সেটিং-এ খেলতে পারবেন কোন প্রকার সমস্যা ছাড়া। যেমন :- পাবজি, ফ্রী ফায়ার, কল অফ ডিউটি, ইত্যাদি গেমগুলো। গেমিং মোবাইলগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।
আপনি খুব সহজে অফিসিয়ালভাবে গেমিং মোবাইল গুলো কিনতে পারবেন। আনঅফিসিয়াল মোবাইল ফোন কিনার থেকে সবসময় দূরে থাকবেন আনঅফিসিয়াল মোবাইল না কেনাই ভালো। অফিশিয়াল মোবাইলগুলো আপনি খুব সহজে অফিশিয়াল শোরুম অথবা দোকান থেকে কিনতে পারবেন। অথবা বাংলাদেশি অফিশি নলাইন শপিং সাইট থেকে কিনতে পারবেন। অনলাইন শপিং সাইট থেকে যদি কিনেন তাহলে অনেকটাই ডিসকাউন্ট পাবেন। ভালো কিছু অনলাইন শপিং সাইট এর লিংক নিচে দেওয়া আছে। মোবাইল গুলোর বিস্তারিত টেকনিক্যাল আলোচনা নিচে দেওয়া আছে।
Redmi Note 9 Full Specifications
Model | Redmi Note 9 |
NETWORK | Dual Sim, 3G, 4G, VoLTE, Wi-Fi |
DISPLAY | 6.53 inches, IPS LCD, 1080 x 2340 pixels |
OS | Android 10, MIUI 12 |
Chipset | MediaTek Helio G85 (12nm) |
CPU | Mali-G52 MC2 |
MEMORY | 4GB RAM 128GB 6GB RAM 128GB |
Memory Channel | Quad 48+8+2+2 Megapixel |
SELFIE CAMERA | 13 Megapixel |
Colors | Forest Green, Midnight Grey, Polar White |
BATTERY | Li-Po 5020 mAh, non-removable |
Charging | Fast charging 18W |
Mobile Price | 4/128 GB 19,999 Taka 6/128 GB 21,999 Taka |
পোষ্টের জন্য আমাদের কাছে কমেন্ট করেছেন শফিউল , করিম সহ আরো অনেকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের কাছে এভাবে কমেন্ট করতে পারেন। আমরা আপনাদের কমেন্টে উত্তর দেয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত কষ্ট করে আমাদের ওয়েবসাইটে ও ইউটিউব চ্যানেল ঘুরে দেখুন। তাহলে চলুন শুরু করি।
এই মোবাইলটিতে 48 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই দামের ভিতরে 48 মেগাপিক্সেল ক্যামেরা কখনোই আশা করা যায় না। এই মোবাইলটি এই দামের সবদিক দিয়ে ভালো বলা যায়। এই মোবাইলটি ব্যাটারি ব্যাকআপ মোটামুটি অনেক ভালো। মোবাইলটি বাংলাদেশ বাজার মূল্য 22 হাজার 999 টাকা।
এই মোবাইলটি প্রধান বিষয় হলো এই মোবাইলে ব্যাটারি 5000 এম্পিয়ার। 5000 এম এস ব্যাটারি থাকার কারণে এই মোবাইলে 9 থেকে 10 ঘণ্টা গেম খেলতে পারবেন কোন সমস্যা ছাড়া। এই মোবাইলে আর একটা ভালো দিক হলো এই মোবাইল রয়েছে গরিলা গ্লাস 6। গরিলা গ্লাস 6 থাকার কারণে মোবাইলটি টাচ সহজে ভাঙবে না। মোবাইলটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Snapdragon 660 Octa-core 1.8 GHz Kryo 260। এ প্রসেসরটি প্রচুর পাওয়ারফুল একটি প্রসেসর।
এই মোবাইলটি সবথেকে ভালো দিক হল মোবাইল টিতে রয়েছে ওয়াটার ড্রপ নাচ। ওয়াটার ড্রপ না থাকার কারনে মোবাইল টি দেখতে ফুল ডিসপ্লে মনে হয়। মোবাইল টি দেখতে মনে হয় অনেক দামী একটি মোবাইল। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে snapdragon 660 processor।
এ প্রসেসরটি প্রচুর পাওয়ারফুল একটি প্রসেসর। এ প্রসেসরটি সাহায্যে আপনি মাল্টিটাস্কিং থেকে শুরু করে হেভি গেমিং করতে পারবেন কোন সমস্যা ছাড়া। এ প্রসেসরটি সহজে গরম হয় না এবং এর ব্যাটারি ব্যাকআপ অত্যন্ত ভালো। ফোনটি বর্তমান বাজার মূল্য 16990 TK।২০ হাজার টাকা গেমিং ফোন
তাহলে চলুন এক নজরে দেখে নেয়া যাক গেমিং ফোন টি ফিচার
এই মোবাইলটি প্রধান বিষয় হলো এই মোবাইলটি তৈরি করেছেন মেডেল এর মাধ্যমে তার মানে মোবাইলটি অনেক মজবুত। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে snapdragon 636 processor। এ প্রসেসরটি আসলেই অনেক শক্তিশালী একটি প্রসেসর।
এ প্রসেসরটি সাহায্যে আপনি মাল্টিটাস্কিং থেকে শুরু করে হেভি গেমিং করতে পারবেন কোন সমস্যা ছাড়া। এ প্রসেসরটি সহজে গরম হয় না এবং এর ব্যাটারি ব্যাকআপ অত্যন্ত ভালো। এ ফোন টির মাধ্যমে আপনি টানা সাত থেকে আট ঘণ্টা গেমিং করতে হবে। ফোনটি বর্তমান বাজার মূল্য 16990 TK
20 হাজার টাকার গেমিং মোবাইল পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্টটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই আপনি আপনার কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের একটি কমেন্ট একটি শেয়ার পরবর্তীতে আমাদের নতুন নতুন গেম খুঁজে বের করে আপনাদের মাঝে শেয়ার করতে প্রেরণা যোগায়। আপনি যদি আমাদের কে সাপোর্ট করতে চান তাহলে এই পোস্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন।আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের ওয়েব সাইটে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার নাম বিএম রাফি। বর্তমানে আমি প্রফেশনালি ডিজিটাল মার্কেটিং এর কাজ করি। আমি Bangladesh Gamer ওয়েবসাইটের মাধ্যমে আমার গেম খেলার অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করি। পাশাপাশি নতুন গেমিং মোবাইল ও নতুন গেমিং ল্যাপটপ অথবা গেমিং পিসি বিল্ড সম্পর্কে আমার ভালো ধারনা আছে। আমার ধারণা আমি আপনাদের মাঝে শেয়ার করি।