আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে খুব সহজে 22 হাজার টাকার গেমিং পিসি তৈরি করবেন। এই গেমিং পিসি 22 হাজার টাকার মধ্যে সবথেকে ভালো গেমিং পিসি। এই গেমিং পিসিতে আপনি সব ধরনের গেম লো সেটিং-এ মোটামুটি ভালো মানের খেলতে পারবেন। শুধু গেমিং না একটা কম্পিউটার বাকি যত কাজ আছে সবগুলো কাজই করতে পারবেন। বিস্তারিত আলোচনা নিচে দেওয়া আছে।
এই 22 হাজার টাকার গেমিং পিসি তৈরি করতে আমি যে কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি এই কম্পোনেন্টগুলো আমি চেষ্টা করছি সবথেকে ভালো মানের কম্পোনেন্ট ব্যবহার করতেন। সবথেকে ভালো কম্পনেন্ট ব্যবহার করার কারণে কম্পিউটার দাম কিন্তু সামান্য পরিমাণে বেড়ে গেছে। আপনার বাজেটের অনুসারে আপনার মনের মতন কম্পোনেন্টগুলো বেছে নিতে পারেন। আপনার বাজেট যদি সামান্য বাড়ানো যায় তাহলে আরেকটু ভালো কম্পোনেন্ট গুলো ব্যবহার করতে পারবেন। এই গেমিং পিসি ব্যবহার করা কম্পোনেন্টগুলো বিস্তারিত বিবরণ নিচে দেওয়া আছে।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই 22 হাজার টাকার গেমিং পিসি আসলে কাদের জন্য তৈরি করা হয়েছে। বাংলাদেশী স্টুডেন্ট এর কথা মাথায় রেখে তৈরি করা হয়। এই 22 হাজার টাকার গেমিং পিসিতে আপনি মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন। মোটামুটি মানের গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন পাশাপাশি অফিসের যত কাজ আছে যেমন মাইক্রোসফট সকল কাজ করতে পারবেন। ওয়েবসাইট ডেভলপিং ও অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপিং এর কাজগুলো করতে পারবেন। মোটামুটি মানের ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন। অনেক হলো কাজের কথা এবার আসা যাক গেমিং এর কথায়। শুধু কাজ না পাশাপাশি মোটামুটি মানের লো সেটিং-এ গেমিং করতে পারবেন। বাকি বিস্তারিত আলোচনা নিচের ভিডিওতে দেওয়া আছে।
এই 22 হাজার টাকার গেমিং পিসি তৈরি করতে আমি যে কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি এই কম্পোনেন্টগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা নিচের ভিডিওতে দেওয়া আছে। তাহলে ভিডিও টিমনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। নিচের ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে গেমিং পিসিটির কম্পোনেন্টগুলো সিলেকশন করবেন ও কিভাবে খুব সহজে বাজেট গেমিং পিসি তৈরি করবেন। বিস্তারিত আলোচনা নিচের ভিডিওটিতে দেওয়া আছে তাহলে এখনি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন।
আরেকবার দেখে নেয়া যাক কোন কোম্পানির গুলো কি ধরনের দাম :
Processor | Ryzen 3 3200G | 9500 টাকা |
Motherboard | Ggabyt A320M-S2H | 5300 টাকা |
RAM | Corsair 4GB 2400MHz | 2300 টাকা |
Storage | PNY 120GB 2.5inch SSD | 2400 টাকা |
Power Supply | Golden Filed | 1000 টাকা |
চ্যাসিস/কেসিং | Xtreme V3 | 1800 টাকা |
Power Cable | Dell / HP | 200 টাকা |
তাহলে আমাদের এই গেমিং পিসি তৈরি করতে সর্বমোট খরচ করবে 22500 টাকা। একটা কথা মনে রাখতে হবে যে সব সময় কিন্তু কম্পোনেন্ট গুলোর দাম একরকম থাকে না কখনো কম থাকে আবার কখনো অনেক বেশি থাকে দাম। আপনি যদি ভাল দামাদামি করতে পারেন তাহলে আরো কম টাকায় এই গেমিং পিসি তৈরি করতে পারবেন। আমাদের এই গেমিং পিসি তে ব্যবহার করা কম্পোনেন্টগুলো যদি আপনি কোন লোকাল দোকানে খুঁজে না পান তাহলে আপনি ইন্টারনেটের থেকেই কম্পোনেন্টগুলো সংগ্রহ করে নিতে পারেন। কম্পোনেন্টগুলো ইন্টারনেট থেকে কিভাবে কিনবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা নিচে করা আছে।
30 হাজার টাকার গেমিং পিসি প্রসেসর হিসেবে আমরা বেছে নিয়েছি RAYZEN 32200G APU প্রসেসর। প্রসেসটি বাজেটের মধ্যে অনেক ভালো। এই প্রসেসর টির মাধ্যমে আপনি অনেক ভালো মানের গেমিং করতে পারবেন। বর্তমানে বাংলাদেশের বাজারে যে কোন জায়গা প্রসেসরটি পাওয়া যায়। প্রসেসরটি বর্তমান বাংলাদেশের বাজার মূল্য 9,500 টাকা।
টেকনিক্যাল বিবরণ
আমরা মাদার্বোর্ড হিসেবে ব্যবহার করছি Ggabyt A320M-S2H মাদার্বোর্ড। মাদারবোর্ড সকল গুরুত্বপূর্ণ ফিচার নিচে দেয়া হল। মাদারবোর্ডটি আপনি বাংলাদেশের যে কোন জায়গা থেকে কিনতে পারবেন। মাদারবোর্ডটি বাংলাদেশের বাজার মূল্য 5,300 টাকা।
টেকনিক্যাল বিবরণ
বর্তমান যুগে ৮ জিবি র্যাম ছাড়া গেমিং পিসি চিন্তা করা সম্ভব নয়। যে কোন গেমই এখন ৩/৪ জিবি মেমোরি খেয়ে ফেলে ফুল টাইম রানিঙ্গের সময়। আর সিস্টেমের জন্য আলাদা এক দেড় জিবি মেমোরি এলোকেশন তো রয়েছেই। সুতরাং সাধারণ গেমিঙ্গেই এখন আপনার ৮ জিবি র্যাম কমপক্ষে প্রয়োজন। আমাদের বাজেট কম তাই এখানে RAM হিসেবে ব্যবহার করেছি Corsair 4GB 2400MHz RAM। বাজেট যদি বাড়াতে পারেন তাহলে Corsair 8GB 3200 MHz RAM ব্যবহার করবে। RAM টি বাংলাদেশের বাজার মূল্য 2300 টাকা।
টেকনিক্যাল বিবরণ
বাজেট কম থাকার কারণে কম দামি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতেছি। বাজেট যদি বানাতে পারেন তাহলে ভাল মানের একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন। এই 22 হাজার টাকার গেমিং পিসিতে আমরা পাওয়ার হিসেবে ব্যবহার করতেছি Golden Filed পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটি হয়তো কম দামি কিন্তু অতটা খারাপ ভাববে না মোটামুটি ভালো মানের পাওয়ার সাপ্লাই। আপনি চাইলে আপনার মনের মতন যেই কোন পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন। পাওয়ার সাপ্লাইটি বর্তমান বাংলাদেশের বাজার মূল্য 1000 টাকা।
টেকনিক্যাল বিবরণ
বাংলাদেশের বেশির ভাগ মানুষের কাছে কম্পিউটার চ্যাসিস একটি সাধারণ টিনের বাক্স ছাড়া আর কিছুই নয়। কিন্তু যারা আসলেই কম্পিউটার কেনেন তারা খুব ভাল করেই জানেন, কম্পিউটারের চ্যাসিস বিউটি এবং প্রোটেকশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই এয়ার ফ্লো, লুক ও ফিচারের কথা চিন্তা করে আপনাদের জন্য এই গেমিং পিসি তে আমি ব্যবহার করতেছি Xtreme V3 চ্যাসিস। কম্পিউটারের কেসিং আপনি আপনার মনের মত যে কোন একটা বেছে নিতে পারেন। সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। চ্যাসিসটি বর্তমান বাংলাদেশের বাজার মূল্য 1800 টাকা।
টেকনিক্যাল বিবরণ
আরো কিছু গেমিং পিসি
15 হাজার টাকার গেমিং পিসি তৈরি করার নিয়ম
30 হাজার টাকার গেমিং পিসি তৈরি করার নিয়ম
45 হাজার টাকার গেমিং পিসি তৈরি করার নিয়ম
আমার নাম বিএম রাফি। বর্তমানে আমি প্রফেশনালি ডিজিটাল মার্কেটিং এর কাজ করি। আমি Bangladesh Gamer ওয়েবসাইটের মাধ্যমে আমার গেম খেলার অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করি। পাশাপাশি নতুন গেমিং মোবাইল ও নতুন গেমিং ল্যাপটপ অথবা গেমিং পিসি বিল্ড সম্পর্কে আমার ভালো ধারনা আছে। আমার ধারণা আমি আপনাদের মাঝে শেয়ার করি।